২১ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :কুমিল্লার মেঘনা উপজেলার প্রথম করোনা রোগী ঢাকায় মৃত্যুবরন করেন। পুরো এলাকা লকডাউন করেছেন প্রশাসন। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসক আইসোলেশনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় ও স্বাস্থ্য কর্মকর্তা ডা.জালাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মৃত্যুব্যক্তি উপজেলার লুটের চর ইউনিয়নের লুটের চর গ্রামের বাসিন্দা ও লুটের চর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী তার বয়স অনুমাণ (৫৫) । স্বাস্থ্য কর্মকর্তা জানান, তিনি দীর্ঘদিন যাবত শাষকষ্ট, ডায়াবেটিস, সহ বিভিন্ন রোগে ভূগছিলেন সপ্তাহ খানেক আগে তার পেট ফুলে গেলে লুটের চর ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্রে নেন সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে রোগীকে ডায়াবেটিস হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন, পরে গত রোববার রাত ৯.৩০ মিনিট দিকে অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন পরে রোগী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোগী মারা যায়। পরে ঢাকা মেডিকেল থেকে তার করোনা ভাইরাস সংক্রমণ কিনা পরিক্ষা করলে আজ রিপোর্ট পজেটিভ আসে। এ দিকে লাশ আঞ্জুমান মফিদুল ইসলাম এর মাধ্যমে ঢাকায় তার দাফন সম্পন্ন হয়। রিপোর্ট হাতে পেয়েছেন কিনা জানতে চাইলে এ কর্মকর্তা জানান রিপোর্ট এখনো আমাদের হাতে পৌঁছেনি তবে আমরা রোগীর সাথে থাকে লোকজনের সাথে যোগাযোগ করেছি তাদের হাতেই রিপোর্ট রয়েছে, তারা বাড়িতে এসেই আমাদের কে দিবে তবে রিপোর্ট পজেটিভ এটা তারা আমাদের নিশ্চিত করেছেন। এ খবরে পুলিশ, উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির পরিবার সহ লুটের চর বাজার এলাকা লকডাউন করেছেন। ডা.জালাল আরও জানান মৃত ব্যক্তির সাথে থাকা লোকজন, পরিবারের সহ কোথায় কোথায় তিনি গিয়েছেন বার কার সংস্পর্শে গিয়েছেন সব তথ্য নিশ্চিত করে আমরা স্যাম্পল সংগ্রহ করবো। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।