২২ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভ,. কম, এম ডি ওসমান : গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় সাত’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল।
গনজমায়েত না করে সরকারি আদেশ মেনে এসব খাদ্যসামগ্রী সবার ঘরে ঘরে পৌঁছে দেন তিনি। এসব সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি করে চাল ও আলু, এক কেজি করে ডাল, এক লিটার করে সয়াবিন তেল ও এক প্যাকেট করে লবণ।
আ.ক.ম মোজাম্মেল জানান, করোনা একটি বৈশ্বিক সমস্যা এ সমস্যার সমাধানকল্পে আন্তরিক বিএনপি। প্রাথমিকভাবে তার ব্যক্তিগত তহবিল থেকে তিনি করোনায় গৃহবন্দী ও নিম্নআয়ের সাত’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আসন্ন রমজানে ও তিনি ত্রাণ তৎপরতা অব্যাহত রাখবেন। এছাড়াও অক্ষম কোন ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করেন তিনি নিজ উদ্যোগে তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করবেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।