January 12, 2025, 7:32 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

টাঙ্গাইলে ভেজাল খাদ্যসামগ্রী বিক্রির অভিযোগে ১৩ ফল ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে র্যাব

৩০ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান টাঙ্গাইল সদর:

টাঙ্গাইল ভেজাল ফল বিক্রির দায়ে ১৩ ফল ব্যবসায়ীকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে টাংগাইল র‌্যাব ১২ এর ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত কালিহাতী উপজেলার এলেঙ্গা ফল বাজারে এই অভিযান চালানো হয়। টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত এই অভিযান পরিচালনা করেন।

টাংগাইল র‌্যাব ১২ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত জানান, গতরাতে মাহে রমজানে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে এলেঙ্গা বাজারে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা খেজুরসহ অন্যান্য মেয়াদোত্তীর্ণ ফল বিক্রির অভিযোগে ১৩ ব্যবসায়ীকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কাযর্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ রোকনুজ্জামান ভ্রাম্যমান পরিচালনা করে এই জরিমানা

অভিযানে ফল ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ৫ হাজার, সুদেপ্ত পালকে ১০ হাজার, গনেশকে ৫ হাজার, মো. জহিরুল হক শহীদকে ৫০ হাজার, মো. আন্তাজ আলীকে ৩০ হজার, মো. রাসেলকে ৫ হাজার, হৃদয়কে ২০ হাজার, মো. শেখ ফরিদকে ৭৫ হাজার, রাজিব দাসকে ৫০ হাজার, শরিফ মন্ডলকে ১০ হাজার, মো. শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা, ভুবন সাহাকে এক লাখ, ও হাজী নাজিম উদ্দিনকে ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত ফল ধংস্ব করে ফেলা হয় বলে জানান র‌্যাব কমান্ডার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা