১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
গজারিয়ায় প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগী। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২জন চিকিৎসক।এ নিয়ে গজারিয়ায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১২জনে। ১২ জনের মধ্যে ৭ জন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ কর্মী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন করে আক্রান্তরা একজন জুনিয়র কনসালটেন্ট অপর জন মেডিকেল অফিসার। আজকের পজেটিভ শনাক্ত হওয়া মেডিকেল অফিসার বৃহস্পতিবার বর্হিবিভাগে চিকিৎসা সেবা প্রদান করেছিলেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাসলিমা আনাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় আরো ২জন করোনা আক্রান্ত হলো। এ নিয়ে গজারিয়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১২ জনে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।