৭ মে,২০২০,বিন্দুবাংলা টিভি. কম, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় দুইটি চোরাই গরু উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। আজ বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা -মেঘনা সার্কেল) মো. ফজলুল করিমের নেতৃত্বে হোমনা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাচারিকান্দি গ্রামের আঃ মোতালিব ওরফে জুলু মিয়ার ডেইরী ফার্ম থেকে গরু দুইটি উদ্ধার করা হয়। গরু দুইটির আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকা। ফার্মের মালিককে না পেয়ে চুরির সাথে জড়িত সন্দেহে তার ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে।
থানাসূত্রে জানাগেছে, গত ১৬ মার্চ উপজেলার জয়নগর গ্রামের মো, আমির হোসেনের গরু দুইটি তার বাড়ি থেকে চুরি হয়।পরবর্তীতে গোপনীয় ভাবে গরুর খোঁজ পেয়ে পুলিশে খবর দেয়। থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা মেঘনা সার্কেল) মো. ফজলুল করিম গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঐ ফার্মে আরো ৫/৬ টি গরু আছে। সে গুলি চোরাই গরু কিনা বলা যাচ্ছে না। যদি এটি চোরাই গরু হয়ে থাকে তা হলে গরুর মালিককে উপযুক্ত তথ্য প্রমাণ সহ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।