January 13, 2025, 2:55 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

নাসিরনগরে সরকারি খালের উপর মার্কেট নির্মাণের মহোৎসব।

৭ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া: আদালতের কারণ দর্শানোর নোটিশ,থানা সাধারন ডায়েরী ও বিভিন্ন দপ্তরে দায়ের করা অভিযোগের কোনরূপ তোয়াক্কা না করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ৩১৩৯ দাগের আনুমানিক প্রায় ২ একর সরকারী খাল ভরাট করে চলছে বিল্ডিং নির্মাণের মহোৎসব। ৩ সৌদি প্রবাসী ও এলাকার ৫ জন, মোট ৮জন প্রভাবশালী মিলে গ্রামের নৌ চলাচল ও পানি নিস্কাশনের সরকারী খালটি ভরাট করে মালিকানাধীন নিজস্ব মার্কেট নির্মাণের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন এলাকায় গেলে এ বিষয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন ওরুফে আদম রাজা, অবিদ রাজা, শওকত আলী, শাহ আলম সহ আরো অনেকেই জানান সারা গ্রামের নৌ চলাচল ও পানি নিস্কাশনের রাস্তা বন্ধ করে তারা ব্যক্তি মালিকানাধীন মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। গ্রাম বাসী বাধাদিলে তারা কোনো বাধা নিষেধ মানছে না। এ নিয়ে যে কোনো সময় প্রভাবশালীরা হলেন সৌদি প্রবাসী ধনু মিয়ার ছেলে হুমায়ন, বিল্লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া ও সাদ্দাম হোসেন সহ গ্রামের মিয়াব আলী,ধনু মিয়া, আনছর আলী, আলী আকবর, আলমগীর হোসেন। এ বিষয়ে গ্রামের শওকত আলী বাদী হয়ে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ৩১ মার্চ ২০২০তারিখে নাসিরনগর থানায় সাধারণ ডায়েরী ১২৯০ দায়ের করে। অপরদিকে গ্রামের ৮ জন বাদী হয়ে উল্লেখিত অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৬২/২০২০ মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত অবৈধ দখলকারদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তাছাড়াও মাননীয় জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির বরাবরেও সরকারী খালটি উদ্ধারের জন্য গ্রামবাসীর পক্ষে পৃথক, পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। দখলকারীরা আদালতের কারণ দর্শনোর নোটিশ,থানার সাধারন ডায়েরী ও বিভিন্ন দপ্তরের অভিযোগের কোন তোয়াক্কা না করে কালভার্ট নির্মাণ করে পুরোদমে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে নাসিরনগর উপজেলাসহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন যে জায়গাটিতে কালভার্ট নির্মাণ করা হয়েছে সেটি তাদের ব্যক্তিগত জায়গা আর সরকারী জায়গা যাতে কাজ না করতে পারে সেটা আমরা বন্ধ করে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা