৭ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :কুমিল্লা মেঘনা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সহায়ক মো : মাজহারুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জালাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনিএই প্রতিবেদককে মুঠোফোনে বলেন মাজহারুল ইসলামের বাসা ঢাকার শনির আখরা, আমরা গত সোমবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিইআর এ প্রেরণ করলে আজ বৃহস্পতিবার তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার বাসায় হোমকোয়ারেন্টাইন এ থেকে চিকিৎসা নিচ্ছেন। ডা.জালাল আরও বলেন আমরা তার ৫ সহকর্মীর নমুনা আজ সংগ্রহ করেছি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।