শেখ মাজহারুল ইসলাম সোহান, , টাংগাইলঃ
টাঙ্গাইলে মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া জেলা রঞ্জন শিল্প কারিগরদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন ও পৌরসভার যৌথ অর্থায়নে ৮ মে শুক্রবার সকালে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয় রঞ্জন শিল্প কারিগরদের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক মো. চান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা কার্যালয়ের সামনে ৪৫০ টি শ্রমিকের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানায় ৮০০ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।