৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আকতারুল ইসলাস আক্তার :
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে করোনায় নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা ২৪ জন। দিনাজপুর থেকে পাওয়ায় নমুনায় ফলাফল। নতুন আক্রান্ত তিনজনের বাসা সদর উপজেলার সালন্দরের আরাজী, হরিপুরের কামারপুকুর ও রানীশংকৈলের বন্দরে। এছাড়া ২৪ ঘন্টায় জেলা থেকে ২৬ জনের নতুন নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার রাতে জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। দিনাজপুর থেকে আসা ফলাফলে আজ নতুন তিনজন সনাক্ত হয়েছে ।
আর গেল ২৪ ঘন্টায় আরো ২৬ জনের নমুনা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। যার ফলাফল আগামীকাল পাওয়া যাবে। ইতোমধ্যে আক্রান্ত ৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।