December 22, 2024, 8:22 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

পূর্বাচল ক্লাব এর ত্রাণ সামগ্রী বিতরণ

৯ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক : গত ডিসেম্বরে শেষ দিকের চিনের উহান শহরে প্রথম কোরনা ভাইরাস এর রুগী শনাক্ত হবার পরে সারা বিশ্ব ব্যাপি মানব সমাজ কে গৃহ বন্দি করে ফেলেছে কোরনা ভাইরাস বা কোভিড ১৯, নির্ধারিত কোন প্রতিষেধক না থাকায় এই মহামারি মোকাবেলায় সারা পৃথিবীর মানুষ আজ দিশেহারা। উন্নত বা অনুন্নত কেওই রেহায় পাচ্ছে না কোভিড ১৯ এর ভয়াল থাবা থেকে । কোভিড ১৯ প্রতিরোধ করতে আর উপায় না থাকায় শুধু মাত্র ব্যক্তিগত দুরুত্ব বাজায় রেখে চলতে হচ্ছে পৃথিবী ব্যাপি, এই নিরব ঘাতক মোকাবেলাই আজ সবাই দিশেহারা। উন্নত দেশের পাশাপাশি বাংলাদেশর সাধারন জনগণ ও গৃহবন্দি থেকে জীবনের নিরাপত্তা খুজছেন। সাধারন খেটে খাওয়া মানুষ বিশেষ করে যারা দিন আনে দিন খায় এই শ্রেণির দরিদ্র মানুষ চরম বিপাকে পড়েছে। একে তো ঘর থেকে বাইরে বের হতে পারছে না। তার উপর রোজগার বন্ধ এই শ্রেণির মানুষ আজ দিশেহারা। এই দিশেহারা মানুষের সেবায় সরকার ও সমাজের দায়িত্ব শীলরা এগিয়ে এসেছে, এই সামাজিক দায়িত্ব শীলতার অংশ হিসেবে ঢাকার পূর্বাচল ক্লাব এর সভাপতি গোলাম দস্তগীর গাজী,বীর প্রতিক, এম পি ও মাননীয় মন্ত্রী, পাট ও বস্ত্র মন্ত্রনালয় এর নির্দেশে পূর্বাচল ক্লাবের উদ্যোগে তিন হাজার নিম্নবৃত্ত পরিবার কে ৯মে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন । এই বিতরন অনুষ্ঠানে পূর্বাচল ক্লাব সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলমচ্নীলাচ্, মোজাহারুল হক সহিদ অর্থ সচিব ও সম্পাদক দৈনিক আমাদের কন্ঠ, নির্বাহী সদস্য মোঃ শাহালম,মনিরুল ইসলাম, সৈয়দ জাহিদ,গোলাম সরোয়ার উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী হিসেবে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি পোলাওয়ের চাল, এক কেজি চিনি, এক কেজি আলু, এক প্যাকেট শ্যামায়,এক কৌটা নারিকেল তেল ইত্যাদি দেওয়া হয়েছে। আগামি কাল ১০ মে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলে পূর্বাচল ক্লাব এর উদ্যোগে পঞ্চাশ লাখ টাকার চেক অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা