১০ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, ,টাংগাইলঃ
শুধুমাত্র বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের জন্য মহামারীর সময় খাদ্য সামগ্রী সহায়তার উদ্যেগে নিয়েছেন টাংগাইল সদর ৫ আসনের সাংসদ এমপি ছানোয়ার হোসেন।
জানা যায়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের মধ্যে যারা এই করোনা মহামারীতে খাদ্য সংকটে আছেন, তাদের জন্যে শুভেচ্ছা উপহার সামগ্রী প্রস্তুত করা হয়েছে। টাংগাইল সদর ৫ আসনের এমপি আলহাজ্ব মো ছানোয়ার হোসেন ও তার বন্ধুবান্ধ এর উদ্যোগে কার্যক্রম শুরু হয়ে গেছে।খাদ্য সামগ্রী সহায়তা নিম্নোক্ত হটলাইনে কল দিলেই মূহুর্তের মধ্যে পৌছে যাবে চ্যারিটি অর্গানাইজেশন বিন্দুবাসিনী বয়েজ ফর বাংলাদেশ এর সদস্যরা।তাছাড়া সকল ব্যাচের এর সদস্যরা সমন্নয়ক ভাবে এই কার্যক্রম শুরু করেছেএবং প্রত্যেকটি ব্যাচের ছাত্ররা সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করছে।
হটলাইন নম্বরঃ01711548015
01627080786
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।