• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

শেরপুরে দোকানপাট মার্কেট খোলা রাখা ও একমুখী রাস্তা চালুকরা নিয়ে মতবিনিময়

নিজস্ব সংবাদ দাতা / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

১০ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
“মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় শেরপুরে লকডাউন চলাকালে দোকানপাট/মার্কেট খোলা রাখার বিষয়ে একমুখী রাস্তা চালু করণ প্রসঙ্গে ১০ মে রোববার দুপুর ১২টায় শেরপুর জেলা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা পুলিশ লাইন্স নবনির্মিত দরবার হলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে করোনা ভাইরাস প্রার্দুভাবের সময় লকডাউন চলাকালে শেরপুর শহরের দোকানপাট/মার্কেট খোলা রাখার বিষয় নিয়ে একমুখী রাস্তা চালু করণ প্রসঙ্গে সাংবাদিক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। এসময় তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের পক্ষ থেকে শেরপুর শহরের দোকানপাট/মার্কেটসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার জন্য নির্দেশনা দেয়া হয় এবং প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেতে হাত ধোয়ার ব্যবস্থা ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশ দেয়া হয়। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এসময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, শেরপুর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব ফকরুল মজিদ খোকন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাশুকুর রহমান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সহকারি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারোয়ার জাহান, যানবাহন পুলিশ পরিদর্শক (টিআই) মোঃ জাহাঙ্গীর আলমসহ পুলিশ কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন