January 13, 2025, 9:03 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

করোনা দু্র্যোগকালে এমপি লিয়াকত হোসেন খোকাকেই পাশে পেল অসহায় সোনারগাঁবাসী

১০ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
এস এম রাজু আহমেদ:
করোনা ভাইরাসের ভয়াবহ থাবায় সারা বিশ্বে লাখ লাখ মানুষ মারা যাওয়ার পাশাপাশি নিম্ন আয়ের কোটি কোটি মানুষ অনাহারে অর্ধহারে মানবেতর জীবন যাপন করছে। উন্নত দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলো এসব মানুষের পাশে সঠিকভাবে দাড়ালে বাংলাদেশের এই চিত্রটা অনেকটাই ভিন্ন। এই দুর্যোগ মুহুর্তে আমাদের বিত্তশালীরা নিজের মধ্যে ঘাপটি মেরে থাকলেও মানুষ মানুষের জন্য এই কথাটিকে বিশ্বাস করে অসহায় মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তিনি সোনারগাঁ উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সদস্যদের নিয়ে আলোচনা করে করোনা দূর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। করোনা সচেতনতায় তার গৃহীত পদক্ষেপ সমূহঃ-
১.জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি ওয়ার্ডে মাইকিং চালু করা হয়।
২.সোনারগাঁয়ের প্রতিটি মসজিদে লিফলেট বিতরণ করা হচ্ছে।
৩.মসজিদ, মন্দির ও গীর্জায় প্রার্থনার আয়োজন করা হয়েছে।
৪.সংসদ সদস্যের কার্যালয়ে কুরআন খতম অব্যাহত রয়েছে।
৫.সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলার ৯৯ টি ওয়ার্ডে ৩০০ পাউন্ড সাদা রংয়ের বৃত্ত অংকন করা হয়েছে।
৬.বাজারে নিজে ঘুরে মানুষকে সচেতন হওয়া ও ঘরে থাকার আহবান জানান।
৭. ১লাখ ৫০ হাজার মাস্ক নিজে সহ চেয়ারম্যান, মেম্বার ও স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বিতরণ করেন।
৮. ৩০ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
৯. সাংবাদিক, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ৫০০ শতাধিক পিপিই বিতরণ করেছেন।
১০. ২০ হাজার জোড়া হ্যান্ড গ্লাবস বিতরণ করা হয়েছে।
১১.হটলাইনের মাধ্যমে ৬ এপ্রিল-২০ থেকে ১ মে-২০ পর্যন্ত মোট ৪৬০০ প্যাকেট উপহার সামগ্রী পাঠানো হয়েছে ।
১২. রিকশা, অটোরিকশা, সিএনজি ভ্যান চালক,ট্রাক বাসের হেলপার, লাইনম্যান হতদরিদ্র, মধ্যবিত্ত, অসহায় মহিলা, মুচি তাতী,কামাড়,বেদে সম্প্রদায়,হিজড়া, তৃতীয় শ্রেণির কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি, নৈশপ্রহরী, কলেজ স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী, অটিজম, প্রতিবন্ধী অসচ্ছল মুক্তিযোদ্ধা সহ অন্যান্য অসচ্ছল দোকানদার সহ ২০ হাজার পরিবারের উপহার সামগ্রী পাঠানো হয়েছে।
১৩.মাননীয় সংসদ সদস্যের সহধর্মিণী ডালিয়া লিয়াকতের মাধ্যমে দুস্থ মহিলাদের খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে ।
১৪.মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নগদ টাকা সহ ইফতার সামগ্রী উপহার দেয়া অব্যাহত রেয়েছে।
১৫.জাতীয় শ্রমিকলীগের মাধ্যমে সোনারগাঁয়ে অসচ্ছল শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
১৬.মাননীয় সংসদ সদস্যের একমাত্র কন্যা লাবিবা হোসেন আদ্রিতা তার স্কুলের টিফিনের জমানো টাকা থেকে অসহায় কুকুরের জন্য খাবার বিতরণ করেছে ।
১৬. মাননীয় সংসদ সদস্যের উদ্যোগে সোনারগাঁয়ে ৪৬৬ টি গ্রামে সারা দেশের ন্যায় ধান কাটা কর্মসূচি শ্রম বঞ্চিত ধান কাটা শ্রমিকদের মাঝে মজুরি ও খাদ্য সামগ্রী উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৩ টি কমভাইন্ড হারভেস্টার মেশিন নিজ খরচে ধান কাটার জন্য কৃষক দের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে।
১৭.স্বাস্হ্য সেবা হটলাইনের মাধ্যমে ৪ টি ফ্রী এম্বুল্যান্স সেবা মাননীয় সংসদ সদস্য এর নিজস্ব খরচে পরিচালিত হচ্ছে।
১৮. করোনা আক্রান্ত পরিবার সহ লকডাউনে থাকা পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে।
১৯. সোনারগাঁয়ে করোনা পজিটিভ প্রথম রোগী আবু বক্কর ১৪ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে নেগেটিভ রিপোর্ট আসলে তার বাড়িতে ফল ফলাদি সহ শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে পাঠানো হয়েছে ।
২০.উপজেলা হসপিটালে করোনা টেস্টিং বুথ দেওয়া হয়েছে। এতে ২০ হাজার টেস্টিং কিট দেওয়া হয়েছে এবং আরো ২৫ হাজার দেওয়া হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা