১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :তিনি আহাদ রানা, কুমিল্লার মেঘনা উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক সহকারী, করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দী কর্মহীন হয়ে পড়েছেন দেশ বাসী, সরকার ত্রান সামগ্রী উপহার দিচ্ছেন দেদার কিন্তু বর্তমান বাস্তব পরিস্থিতি (মেঘনা) দেখে নিজের ফেসবুক আইডি “আহাদ রানা রানা ” থেকে দুঃখ ও আবেগ ঘন স্ট্যাটাস দেন, যা হুবহু তুলে ধরা হলো : #প্রথম অবস্থায় ২ জন থেকে যখন ৫ জন করোনা রুগী সনাক্ত হলো তখন মানুষের মনে বিশাল ভয় জেগেছিলো
এখন যখন প্রতিদিন ৭০০/৮০০/১০০০ হচ্ছে বাঙ্গালী আর ভয় পাচ্ছে না ভয় ভেঙ্গে গেছে।
এখন সরকার যদি পুরো বাংলাদেশের লকডাউন খুলে দেয় দেখা যাবে মানুষ ঈদের কেনাকাটা করার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। বাজারে পাঁ ফেলার জায়গাটুকু পাওয়া যাবে না। লক ডাউন থাকা অবস্থায়ই প্রশাসনের চোখ ফাকি দিয়ে মানুষ লুকিয়ে কেনাকাটা করছে অহরহ।
তাহলে প্রশ্ন থেকেই গেলো এই যে সরকার প্রনোদনা, ত্রান এবং মানবিক বিবেক সম্পন্ন লোকজন ত্রান, সাহায্য দিচ্ছে এগুলো কাকে দেওয়া হলো কেনো দেওয়া হলো। মার্কেটের দিকে তাকালে তো মনে হয় না আমরা অভাবী।
পরিশেষে এটাই মনে হলো একমাত্র আমি ছাড়া দেশে কোন অভাবী লোক নেই। কিন্তু আমাকে তো কেউ ত্রান দিলো না।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।