August 24, 2025, 4:09 pm
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

বাজারের ব্যাগে বাসায় ফ্রি করোনা নিয়ে যাচ্ছেন না তো!

১১ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ পারভেজ দেওয়ান, নিজস্ব প্রতিবেদক।।

পুরো পৃথিবীকে একপ্রকার অচল করে দিয়েছে যে ভাইরাস, সে ভাইরাস এর উৎপত্তি নিয়ে অনেক মতপার্থক্য থাকলেও বেশির ভাগ গবেষকগন করোনার উৎপত্তি সম্পর্কে বলেছেন চিনের উহান শহরের সি ফুড মার্কেট থেকেই ভাইরাসটি মানব দেহে ছড়িয়ে পরে।

গত চার মাস পুরো পৃথিবীর চিকিৎসা খাতকে বুড়ো আঙুল দেখিয়েছে করোনা ভাইরাস এখন পযন্ত সতর্কতা ও সাবধানতা অবলম্বন ছাড়া করোনা থেকে বাচার কোন উপায় নেই।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে।প্রতিদিন নতুন রোগীর সংখ্যা বাড়ছে, লম্বা হচ্ছে লাশের সারি। তবুও যেনো আমাদের খামখেয়ালি যাচ্ছেই না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেখানে বলছে করোনা এড়াতে জনসমাগম এড়িয়ে চলতে। সেখানে আমরা নির্ভয়ে ঘুরে বেড়াই বাঙলার রাজপথে। করোনা সর্বপ্রথম ছড়িয়েছে একটি মার্কেট থেকে। এ ব্যাপারে অনেকটা নিশ্চিত হলেও। বাংলাদেশের মানুষকে তা বুজানো মুশকিল।

ঢাকা সহ দেশের প্রতিটি বাজারে ব্যাপার জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে । একসাথে করছে কয়েক মাসের বাজার। যার ফল ভোগ করতে হচ্ছে নিম্ন ও মধ্যে শ্রেণীর মানুষদের। ৩৫ টাকার পাইজম চাউল ৪৫ টাকা আর ৫৫ টাকার মোটা মশুর ডাল ৮০ টাকা।

দেশের মানুষকে ঘরে রাখার জন্য কাজ করছে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা।কিন্তু তাদের কথা শুনছে খুব কম লোক।

অন্যদিকে গবেষকগণ বলছে বাজার থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুব বেশি।তাই অতিপ্রয়োজন ছাড়া বাজারে না আসার জন্য বলেছেন।যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে সাবধানতার সাথে খুব দ্রুত বাজার ত্যাগ করার পরামর্শ দিয়েছেন গবেষকগণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা