• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

জামালপুরে করোনা ভাইরাস নমুনা পরীক্ষার জন্য রিয়েল টাইম পিসিআর ল্যাবের উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

১২ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল, জামালপুর :জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতা ল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষার জন্য রিয়েল টাইম আরটি পিসিআর ল্যাব শুভ উদ্বোধন করেছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি। এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, জেলার ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকতার্ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল মনি, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ সালেহ ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি এড.মুহাম্মদ বাকী বিল্লাহ, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মোশায়ের উল ইসলাম, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস প্রমূখ।
এই ল্যাব চালু করণের ফলে জামালপুরে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে । সেই সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার যে জট সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমবে আশা করা যায়। সভায় বক্তারা বলেন, জামালপুরে পিসিআর মেশিন স্থাপনে সরকারের পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদের আর্থিক সহায়তায় ল্যাবটি স্থাপন করা হয়েছে। এর ফলে দ্রুত নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্ত করা সম্ভব হবে। এই ল্যাবে পরীক্ষার জন্য জামালপুর ছাড়াও আশে পাশের কয়েকটি জেলাও নমুনা পরীক্ষা করাতে পারবে ।
আধুনিক মানসম্পন্ন এই ল্যাবে প্রতি ব্যাচে ৫ ঘন্টায় ৯৪ টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। দুটি ব্যাচে নমুনা পরীক্ষা করা গেলে এখানে প্রতিদিন ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যাবে। জামালপুরে এখন পর্যন্ত ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ জন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন