December 22, 2024, 8:05 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

আল মারকাজুল ইসলামকে চবি ২৬তম ব্যাচের সুরক্ষা সামগ্রী প্রদান

ঢাকা, ১৩ মে, ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক : করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিদের লাশ দাফন করে দৃষ্টান্ত স্থাপনকারী আল মারকাজুল ইসলামকে পিপিইসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

চবি ২৬তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের করোনা প্রতিরোধে ২৬ প্রকল্পের আওতায় আজ এসব সুরক্ষা সামগ্রী করা হয়।

চবি ২৬তম ব্যাচ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক খসরুর আলম খান রিপন আল মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামযা শহিদুল ইসলামের কাছে সংগঠনের পক্ষে ৫০ পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) এবং ৫শ’ পিস মাস্ক হস্তান্তর করেন।

আল মারকাজুল ইসলামের চেয়ারম্যান ২৬ তম ব্যাচের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাচের মানবতার কল্যাণে জনকল্যাণধর্মী এ কার্যক্রমের সফলতা কামনা করেন।

করোনা প্রতিরোধে ২৬ প্রকল্পের আওতায় সংগঠনের পক্ষ থেকে ইতোপূর্বে ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তর,
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,আইএসপি এসোসিয়েশন অব বাংলাদেশ, হবিগঞ্জ পৌরসভাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সুরক্ষা সামগ্রী প্রদান করেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, কুমিল্লা, হাতিয়া, ভৈরব, গাইবান্ধা, কুড়িগ্রামসহ
দেশের বিভিন্ন এলাকায় অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।

২৬তম ব্যাচের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা