১৩ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আকতারুল ইসলাস আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঠাকুরগাঁও-২ আসনের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের বেশকয়েকটি ধর্মীর প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।
তিনি গতকাল ১২মে বিকেলে ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর বিশেষ বরাদ্দেরে টাকা প্রদান করেন। এসময় তিনি বলেন, রানীশংকৈল উপজেলার কলোনি জামে মসজিদ ও ভেলাপুকুর জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ৪৩ হাজার ৫শ উত্তর কলোনি মসজিদ ও মন্ডলপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য ৪৩ হাজার ৫শ, ভরনিয়া ভুধপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও ভরনিয়া এনামুলের বাড়ির ওয়াক্তিয়া মসজিদ উন্নয়নের জন্য ৪৩ হাজার ৫শ এবং ভরনিয়া হাট দুর্গা মন্ডপ উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকা মোট ৬টি মসজিদ ও ১টি দুর্গামন্দিরে অনুদান প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মঘড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল কাশেম এবং ধর্মঘড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,ধর্মঘড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাইনুদ্দিন কাবুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।