১৪ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার :
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর বেগম হাজী কফিল উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার।
তিনি জানান, তার করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ১২ মে নমুনা সংগ্রহ করে কুমেক হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) রিপোর্ট পজেটিভ আসে। আগামীকাল শুক্রবার তার স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের অন্য সদস্যেদের নমুনা সংগ্রহ করা হবে। আক্রান্ত ব্যক্তি হোমনা সরকারি হাসপাতালের কর্মরত এক নার্সের স্বামী । বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে আছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা তার বাসাকে লকডাউন ঘোষনা করে পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তার পরিবারের জন্য মমতার পরশ খাদ্যসামগ্রী উপহার দিয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।