September 15, 2025, 9:03 am

করোনা কেড়ে নিলো আরও এক পুলিশের প্রান

১৬ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষের বাইরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা। সবশেষ শুক্রবার (১৫ মে) করোনায় আক্রান্ত হয়ে নঈমুল হক (৩৮) নামে এক কনেস্টবল মারা গেছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে ৮ পুলিশ সদস্য মারা গেলেন।

শনিবার (১ মে) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেয়াবাদ পীর বাড়ি। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শুক্রবার রাতেই দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা