১৭ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জ গজারিয়া থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও নিম্নআয়ের ১০৫টি মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকালে গজারিয়া থানা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, ওসি (তদন্ত) মামুন আল রশিদ প্রমুখ।
অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, করোনায় গৃহবন্দী নিম্নআয়ের ১০৫ পরিবারের মধ্যে ৫ কেজি চাল, এক কেজি করে আলু,ডাল,চিনি, এক লিটার করে তেল,এক প্যাকেট করে লবণ ও এক প্যাকেট করে সেমাই বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় বৈশ্বিক মহামারী করোনা দুর্যোগ চলাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণকে বাসায় অবস্থান ও একান্ত প্রয়োজন ব্যতীত বাসার বাহিরে বের হওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেন তিনি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।