শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইলঃ
টাঙ্গাইলে বাসাইল উপজেলায় সিএনজি উল্টে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।
জানা যায়, সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্যা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, সিএনজি চালিত একটি অটোরিক্সা ভুঞাপুর থেকে চন্দ্রা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন অজ্ঞাত (৫০) সিএনজি যাত্রী নিহত হয়।এবং আহতো ৪ জন কে উদ্ধার করে টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।