১৮ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
বোরবার পর্যন্ত ৫৬টি গণমাধ্যমের ১৩৩ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আর মারা গেছেন একজন। আর দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০ জন।
সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক সংবাদকর্মী। তিনি ওই পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিবেদক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নমুনা সংগ্রহের বুথে তার করোনা ধরা পড়ে।
রোববার (১৭ মে) পত্রিকাটির এক সিনিয়র সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। ওই সাংবাদিকদের সংস্পর্শে আসা বাংলাদেশ প্রতিদিনের সব সংবাদকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
করোনায় মারা যাওয়া সাংবাদিক হলেন- দৈনিক সময়ের আলোর (নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন)। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।
করোনায় আক্রান্ত সাংবাদকর্মীরা হলেন-
১. ইন্ডিপেন্ডেন্ট টিভির ঢাকার ৪ সংবাদকর্মী, একজন ভিডিও এডিটর, চট্টগ্রাম ব্যুরো অফিসের একজন রিপোর্টার এবং এক জন ক্যামেরাপারসনসহ মোট আক্রান্ত-৭, সুস্থ-১।
২. যমুনা টিভির ২ জন রিপোর্টার (সুস্থ), এবং নরসিংদী প্রতিনিধি (সবাই সুস্থ)।
৩. দীপ্ত টিভির ৬ সংবাদকর্মী (সবাই সুস্থ)।
৪. এটিএন নিউজের ১ জন রিপোর্টার (সুস্থ)।
৫. আমাদের নতুন সময়ের ৩ জন সংবাদকর্মী (সুস্থ-১)
৬. একাত্তর টিভির সেন্ট্রাল ডেস্কের ২ জন, একজন রিপোর্টার, একজন ক্যামেরাপারসন, একজন প্রডিউসার এবং গাজীপুর প্রতিনিধিসহ মোট-৬ জন, (সুস্থ-১)।
৭. বাংলাদেশের খবরের একজন রিপোর্টার (সুস্থ)।
৮. দৈনিক সংগ্রামের একজন (সুস্থ)।
৯. মাছরাঙা টিভির সাধারণ সেকশন থেকে একজন কর্মকর্তা (সুস্থ)।
১০. নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক (সুস্থ)।
১১. রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি (সুস্থ)।
১২. ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)।
১৩. চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের ১ জন, (সুস্থ)।
১৪. দৈনিক প্রথম আলোর ২ জন, (সুস্থ-১)।
১৫. দৈনিক আলোকিত বাংলাদেশের একজন কর্মী এবং কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি (সুস্থ)।
১৬. নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের জামালপুর প্রতিনিধি (সুস্থ)।
১৭. দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি (সুস্থ)।
১৮. নিউজ পোর্টাল বি-বার্তার একজন সংবাদকর্মী।
১৯. দৈনিক ইনকিলাবের একজন সংবাদকর্মী (সুস্থ)।
২০. দৈনিক জনতার ৩ জন সংবাদকর্মী, (সুস্থ-১)।
২১. দৈনিক কালের কণ্ঠের একজন ফটোগ্রাফার।
২২. এনটিভির ৩ জন রিপোর্টার, ২ জন নিউজ এডিটর, অনুষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা, ৬ জন ক্যামেরাম্যান, ২ জন নিউজ প্রেজেন্টার, ১ জন মেকাপম্যান, অনুষ্ঠান বিভাগের আরও ৩ এবং অনলাইনের একজন ফটোগ্রাফারসহ মোট আক্রান্ত ১৯, (সুস্থ-১)।
২৩. দৈনিক আমার বার্তার সম্পাদক।
২৪. আরটিভির ৪ জন সংবাদকর্মী।
২৫. বাংলাভিশনের একজন রিপোর্টার।
২৬. এসএ টিভির একজন সংবাদকর্মী এবং গাজীপুর প্রতিনিধি।
২৭. দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন (মৃত), এবং দৈনিকটির আরও ৪ জন সংবাদকর্মী ও জেনারেল সেকশনের ৩ জন কর্মী। সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গে মারা গেছেন।
২৮. যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের একজন সাব-এডিটর (সুস্থ)।
২৯. দৈনিক প্রতিদিনের সংবাদের একজন রিপোর্টার (সুস্থ)।
৩০. নতুন সময় টিভির (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার।
৩১. দৈনিক দেশ রূপান্তরের ফিচার বিভাগের একজন।
৩২. রেডিও আমারের একজন সংবাদকর্মী।
৩৩. দৈনিক ইত্তেফাকের ৬ জন সংবাদকর্মী, সম্পাদনা বিভাগের ২ জন, কম্পিউটার সেকশনের ৮ জন এবং সাধারণ সেকশনের ২ জন কর্মচারীসহ মোট ১৮ জন, (সুস্থ-১)।
৩৪. দেশ টিভির একজন নিউজ প্রেজেন্টার।
৩৫. বিটিভির একজন কর্মকর্তা।
৩৬. ডিবিসি নিউজের একজন সংবাদকর্মী।
৩৭. দৈনিক মানবজমিনের একজন সংবাদকর্মী।
৩৮. এটিএন বাংলার একজন সংবাদকর্মী।
৩৯. সময় টিভির ৪ জন সংবাদকর্মীসহ ৬ জন।
৪০. ডেইলি সানের ২ জন সংবাদকর্মী।
৪১. যায়যায়দিনের রিডিং সেকশেনের একজন।
৪২. ঢাকা ট্রিবিউনের জেনারেল সেকশনের একজন।
৪৩. বাংলা ট্রিবিউনের রিডিং সেকশনের একজন।
৪৪. একুশে টিভির ২ জন সংবাদকর্মী।
৪৫. চ্যানেল ২৪ এর ২ জন সংবাদকর্মী।
৪৬. ডেইলি স্টারের ১ জন সংবাদকর্মী।
৪৭. বার্তা সংস্থা ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি।
৪৮. নিউজ পোর্টাল বার্তা২৪ এর একজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (সুস্থ)।
৪৯. এশিয়ান টেলিভিশনের একজন গ্রাফিক্স ডিজাইনার।
৫০. চট্টগ্রামের নিউজ পোর্টাল সিভয়েস২৪ডটকমের একজন রিপোর্টার।
৫১. নিউ নেশনের একজন সংবাদকর্মী।
৫২. রেডিও ধ্বনির একজন সংবাদকর্মী।
৫৩. ঢাকা টাইমসের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।
৫৪. বাংলাদেশ প্রতিদিনের একজন রিপোর্টার।
৫৫. দৈনিক আমার কাগজের ১জন সিনয়র রিপোর্টার।
৫৬. দৈনিক জনতার ১জন স্টাফ রিপোর্টার, যিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও কমকর্তা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।