১৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে মেঘনা উপজেলাকে লকডাউন করা হলেও মানছেন না জনগণ। স্বাস্থ্যবিধি না মেনে কাপরের দোকান খোলা রাখার দায়ে দোকানীকে ১২ হাজার টাকা জরিমানা সহ ২ টি মার্কেট ও ৩ টি দোকান সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়। আজ উপজেলার মানিকার চর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি সকলকে হুশিয়ারি করে বলেন আজ শুধু ব্যবসায়ীদের বা বিক্রেতাদের শাস্তি দিয়েছি আগামীকাল থেকে যদি কেউ মার্কেটে আসে, স্বাস্থ্যবিধি না মানে তা হলে ক্রেতাকেও শাস্তির আওতায় আনা হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।