January 8, 2025, 1:29 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

স্বাস্থ্যবিধি না মানায় ঠাকুরগাঁওয়ে শপিংমলসহ দোকানপাট বন্ধ

১৮ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম, আক্তার:
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি না মানায় ঠাকুরগাঁওয়ে শপিংমলসহ আবারো দোকানপাট বন্ধ ঘোষনা করেছেন জেলা প্রশাসন। এর আগে ঈদ উপলক্ষে সরকারের ঘোষনার পর ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলায় সব ধরনের দোকানপাট খোলা রাখেন। কিন্তু স্বাস্থ্যবিধি না মানা ও বিভিন্ন উপজেলা থেকে সাধারণ মানুষ জেলা শহরে এসে কেনাকাটা করতে আসায় চাপ বাড়ে শপিংমল ও বিপনী বিতানগুলোতে। এ অবস্থায় গতকাল ১৭মে রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে জরুরি সভা করেন প্রশাসনের কর্মকর্তাগন। সভায় সর্বসম্মতিক্রমে অাজ থেকে জেলায় আবারো দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে জেলা তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে দোকান বন্ধের প্রচারনা চালায় প্রশাসন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নুরকুতুবুল আলম জানান, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা আমাদের সাথে একমত প্রষোন করেছেন বলেই আবারো দোকানপাট বন্ধ করার সিন্ধান্ত হয়েছে। তবে সবরকম দোকানপাট বন্ধ থাকবে এমনটি নয়। যেসব দোকান বন্ধ রাখার সিদ্ধন্ত হয়েছে তা হলো-সকল প্রকার কাপড়ের দোকান, কাপড় তৈরির দোকান, জুতা ও কসমেটিক্স এর দোকান বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা