১৯ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইল:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন নামক স্থানে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ১ জন নিহত ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে টাঙ্গাইল সদর উপজেলার দরুন নামক স্থানে এ দূর্ঘটনা টি ঘটে।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, আজ ৩টার দিকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান সদর উপজেলার দরুন নামক এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এ সময় আমরা সেখান থেকে সাতজনকে উদ্ধার করি। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত বাকি ছয়জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।