২২ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া প্রতিনিধিঃ অাজ ২২ শে মে বিকালে জাতীয়তাবাদীছাত্রদল গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে পোড়াচক বাউসিয়া হাই স্কুল মাঠে মাহাদী ইসলাম বাবুর সভাপতিত্বে করোনা মহামারীর কারনে অসহায় কর্মহীন প্রায় চারশত পরিবারের মাঝে জননেতা অালহাজ্ব অাঃ হাই সাহেবের পক্ষ থেকে গজারিয়া উপজেলাবিএনপির অনুপ্রেরনায় ঈদ উপহার হিসাবে ত্রান সামগ্রী বিতরন করা হয়,,উক্ত অনুষ্ঠানে মুঠু ফোনে যোগদান করে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব অাঃ হাই সাহেব গজারিয়াউপজেলা ছাত্রদল কে অভিনন্দন জানিয়ে , যে কোন দুর্যোগ বা বিপদে জনগণের পাশে থাকার জন্য ছাত্রদলের প্রতি অাহবান জানিয়ে গজারিয়া উপজেলায় বিএনপির পক্ষ থেকে যে সমস্ত নেতা কর্মি করোনা মহামারীতে, দলীয় ও ব্যাক্তিগত তহবিল থেকে ত্রান বিতরন করেছেন, তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকেসামাজিক দুরত্ব বজায় রেখে দলমত নির্বিশেষে সবাই কে কর্মহীন মানুষের পাশে থাকার অাহবান জানিয়ে বিএনপি নেতা কর্মিদের কে ঐক্যবদ্ব ভাবে কাজ করে যেতে বলেন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীর, বিশেষঅতিথি,, ছিলেন গজারিয়া উপজেলা বিএনপি র ১নং যুগ্ন সম্পাদক মকবুল অাহাম্মদ রতন,,বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের সভাপতি,সাধারন সম্পাদক সহ বিপুল সংখ্যক ছাত্রদলের নেতা কর্মি ত্রান বিতরন কাজে অংশ গ্রহন করেন,,,,, সবাই ছাত্রদলের জন্য দোয়া করবেন তারা যেন দেশ ও জনগণের কল্যানে অারো বেশী বেশী কাজ করতে পারে,,
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।