২৭ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস সংকটে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না । আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করবে। বয়স্ক এবং অন্তঃসত্ত্বা নারীরা অফিসে আসবে না, গণপরিবহন চলবে না।
ফরহাদ হোসেন আরও জানান, আপাতত স্কুল, কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দেওয়ার জন্য আসতে হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।