January 15, 2025, 4:48 am

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

২৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তিনি পরিবারের সঙ্গে ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করতেন। প্রতিদিন ঢাকা থেকে এসে হোমনায় অফিস করতেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বড়ভাই মোবাইল ফোনে জানান, তার পরিবারের সবাই করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ছিলেন। বুধবার রাতে নাজমুন্নাহারের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে বাড্ডা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ ব্যাপারে হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা যুগান্তরকে বলেন, গত মার্চ মাসেই অফিস বন্ধ থাকায় তিনি ঢাকায় চলে যান। আজ তিনি চিকিৎসাধীন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা