• সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি যাত্রী বেশে ট্রলারে উঠে অপহরণকারীরা, দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি — পরে মিলল লাশ গজারিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবতী এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম হোমনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমা হকের বহিস্কারাদেশ প্রত্যাহার গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ বাহিনীর সুবিধা ও জবাবদিহি বাড়াতে হবে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে দুদকের গণশুনানি অনুষ্ঠিত ক্ষমতা বা আসন ভাগাভাগির ভিত্তিতে সমঝোতায় যাবে না এনসিপি : নাহিদ ইসলাম

গজারিয়ায় হাতে আঘাতের ঘটনায় গ্রাম্য সালিশিতে জরিমানা ৬ লাখ ৫০ হাজার টাকা!

নিজস্ব সংবাদ দাতা / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

২৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি বড়রায় পারা গ্রামে বাদী ও বিবাদীর ৮ বছরের দুই ছেলে পরস্পরের চর থাপ্পর কে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে গত ৩ এপ্রিল ২০২০ মারামারি ঘটনা ঘটেছে। একই ঘটনায় বাদী কাজল আক্তার হাতে ও মাথায় আঘাত পেয়ে আহত হয়। আহত কাজল আক্তার বদী হয়ে একই গ্রামের সাবেক নানিফ মেম্বারের ছেলে আক্তার , হাসান সুমি ও সোহাগি সহ১০ জনকে আসামী করে গজারিয়া থানায় মামলা করেছে। গত মঙ্গলবার ২৬ মে বিকালে বড়রায়পারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গ্রাম্য সালিশে আসামি আক্তার হোসেন পরিবারকে জোরপূর্বক ভাবে ৬ লাখ ৫ ০ হাজার টাকা জরিমানা রায় ঘোষণা করে রায় মেনে নিতে বাধ্য করেছে। এমন অভিযোগ করে আসামী আক্তার জানান বাদীপক্ষর মিথ্যা দাবীতে সালিশের মাতবর গন ঘটনার যাচাই বাছাই না করে জোরপূর্বক আমাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। আসামি আক্তার হোসেন সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

বাদী কাজল আক্তার এবং স্বামী রাশেদুল জানান মামলা করার পর আসামি আক্তার হোসেন গং বিভিন্ন মাধ্যমে তবদির করে মিমাংসা চেয়ে সালিশে বসেছে। সালিশে কোন জোরপূর্বক কাজ করা হয়নি। সালিশের রায় ঘোষণায় ছিলেন গজারিয়া ইউপি চেয়ারম্যান আবুতালেব ভূইয়া, সাবেক বালুয়াকান্দি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার মাহফুজ মিয়া, সাবেক চেয়ারম্যান বছির উদ্দিন, সাবেক মেম্বর নোয়াব হোসেনসহ আরও অনেকই।
সাবেক মেম্বর মাহফুজ মিয়া জানান গ্রাম্য সালিশে এত টাকা জরিমানা করার আইন নেই। বাদীপক্ষর চিকিৎসা খরচ এবং মামলা সমাধান করতে এই টাকা জরিমানা করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী জানান গ্রাম্য আদালত এবং গ্রাম্য সালিশ এক বিষয় না। গ্রাম্য সালিশে এত টাকা জরিমানা করার বিধান নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন