July 25, 2025, 1:49 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

গজারিয়ায় হাতে আঘাতের ঘটনায় গ্রাম্য সালিশিতে জরিমানা ৬ লাখ ৫০ হাজার টাকা!

২৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি বড়রায় পারা গ্রামে বাদী ও বিবাদীর ৮ বছরের দুই ছেলে পরস্পরের চর থাপ্পর কে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে গত ৩ এপ্রিল ২০২০ মারামারি ঘটনা ঘটেছে। একই ঘটনায় বাদী কাজল আক্তার হাতে ও মাথায় আঘাত পেয়ে আহত হয়। আহত কাজল আক্তার বদী হয়ে একই গ্রামের সাবেক নানিফ মেম্বারের ছেলে আক্তার , হাসান সুমি ও সোহাগি সহ১০ জনকে আসামী করে গজারিয়া থানায় মামলা করেছে। গত মঙ্গলবার ২৬ মে বিকালে বড়রায়পারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গ্রাম্য সালিশে আসামি আক্তার হোসেন পরিবারকে জোরপূর্বক ভাবে ৬ লাখ ৫ ০ হাজার টাকা জরিমানা রায় ঘোষণা করে রায় মেনে নিতে বাধ্য করেছে। এমন অভিযোগ করে আসামী আক্তার জানান বাদীপক্ষর মিথ্যা দাবীতে সালিশের মাতবর গন ঘটনার যাচাই বাছাই না করে জোরপূর্বক আমাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। আসামি আক্তার হোসেন সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

বাদী কাজল আক্তার এবং স্বামী রাশেদুল জানান মামলা করার পর আসামি আক্তার হোসেন গং বিভিন্ন মাধ্যমে তবদির করে মিমাংসা চেয়ে সালিশে বসেছে। সালিশে কোন জোরপূর্বক কাজ করা হয়নি। সালিশের রায় ঘোষণায় ছিলেন গজারিয়া ইউপি চেয়ারম্যান আবুতালেব ভূইয়া, সাবেক বালুয়াকান্দি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার মাহফুজ মিয়া, সাবেক চেয়ারম্যান বছির উদ্দিন, সাবেক মেম্বর নোয়াব হোসেনসহ আরও অনেকই।
সাবেক মেম্বর মাহফুজ মিয়া জানান গ্রাম্য সালিশে এত টাকা জরিমানা করার আইন নেই। বাদীপক্ষর চিকিৎসা খরচ এবং মামলা সমাধান করতে এই টাকা জরিমানা করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী জানান গ্রাম্য আদালত এবং গ্রাম্য সালিশ এক বিষয় না। গ্রাম্য সালিশে এত টাকা জরিমানা করার বিধান নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা