January 15, 2025, 9:22 am

জিয়াউর রহমান এর ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গজারিয়া উপজেলা বিএনপির নানা কর্মসূচি

৩০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,

গজারিয়া প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,,অাধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ( বীরউত্তম) এর ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গজারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জননেতা অালহাজ্ব অাব্দুল হাই সাহেবের অনুপ্রেরনায়,, বিভিন মসজিদের মুসল্লি,বিভিন্ন পেশার শ্রমিক ও জনসাধারনের মাঝে, করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাস্ক বিতরন করা হয়,,ভবের চর বাসস্টান্ডে কর্মসূচিপালনের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অাত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়,,,এসময় গজারিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইসহাক অালী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের কারনে অামরা সাস্হবিধি মেনে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করছি,,সবার কাছে তিনি জিয়াউর রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন,,এ কর্মসূচী পালনকালে অারো উপস্হিত থেকে মাস্ক বিতরনে অংশ গ্রহন করেন,,মকবুল অাহাম্মদ রতন, ১নং যুগ্নসম্পাদক গজারিয়া উপজেলা বিএনপি,মাহাদী ইসলাম বাবু সদ্য সাবেক সভাপতি ছাত্রদল গজারিয়া উপজেলা, যুবনেতা সালেহ উদ্দীন বিপ্লব, হারুন অর রশিদ,নুরু শিকদার,সালাহউদ্দীন,মাসুদ, ফেরদৌস সহ বিএনপি যুবদল ছাত্রদল এর নেতা কর্মিরা,,


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা