July 23, 2025, 8:08 am

মেঘনায় ইউপি ভবনের তালা ভেংগে ভিজিডি কার্ডের ৮২ হাজার টাকা চুরি!

৩১ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া : কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ভবনের তালা ভেংগে ভিজিডি কার্ডের ৮২,হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। ইউপি সচিব সলিমুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। সলিমুল্লাহ বলেন আমি বৃহস্পতিবার বিকেলে তালা মেরে বাড়িতে যাই আজ রবিবার বাড়ি থেকে সকালে এসে দেখি দরজার তালা ভাংগা ভিতরে প্রবেশ করে আলমারি ভাংগা দেখে ভিতরে কাপরের ব্যাগে ৪১হাজার টাকা, বক্সে রাখা ৪১ হাজার টাকা ২০৫ জন ভিজিডি কার্ডধারীর ২ মাসের মোট ৮২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। মামলা করা হয়েছে কিনা জানতে চাইলে সলিমুল্লাহ বলেন ওসি ও ইউএনও মহোদয়ের নিকট দরখাস্ত করেছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা