২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধি ঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় টেংগারচর ইউনিয়নে বড় ভাটেরচর গ্রামে পূর্বশত্রুর জের ধরে একই গ্রামের দুই পক্ষর মারামারির ঘটনায় একাধিক অভিযোগ পরিবর্তন করে নিরপরাধ সাংবাদিক নজরুল শেখ কে আসামি কারার অভিযোগ পাওয়া গেছে । দৈনিক সংবাদ পত্রিকার গজারিয়া প্রতিনিধি নজরুল শেখ গজারিয়া উপজেলার সকল গনমাধ্্যম সহকর্মীদের জানান গত ২৬ মে রাতে টেংগারচর বড়ভাটেরচর গ্রামে ছাত্রলীগ নেতা শামীম আহমেদ জয়কে একই গ্রামের কতিপয় যুবক মারধুর করেছে। এঘটনা কেকেন্দ্র করে গজারিয়া থানায় দুই পক্ষর মাঝে পাল্টাপাল্টি মামলা করেছে উভয় পক্ষ। সাংবাদিক নজরুল শেখ আরও জানান গ্রামের পূর্ব শ ত্রুতার জের ধরে বাদী শামীম আহমেদ জয়ের একাধিক অভিযোগ পরিবর্তন করে যাচাই বাছাই না করে তৃতীয়বারে মামলায় আসামী করেছে গজারিয়া থানা পুলিশ। মামলার বাদী শামীম আহমেদ জয় জানান রাতের ঘটনায় প্রথম অভিযোগে সব আসামীর নাম না থাকলেও তদন্তে সাংবাদিক নজরুল শেখ জড়িত থাকায় আসামী হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোয়াজ্জেম জানান মামলা পাওয়ার পর আসামিদের বিষয়ে তদন্ত কাজ শুরু করেন নাই। গজারিয়া থানার তদন্ত ওসি মামুন আল রশিদ জানান মামলায় আসামী নজুরুল রয়েছে। সে আসামি সাংবাদিক নজরুল শেখ নয়। একাধিক অভিযোগ পরিবর্তন করে মামলায় নতুন আসামি করার বিষয়ে দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসারদের কাজে স্বচ্ছতা বা অভিজ্ঞতা নেই জানান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।