July 25, 2025, 3:44 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

টাংগাইলের বংশাই নদীতে দুই যুবক নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল প্রতিনিধি :
টাংগাইলের ঘাটাইল উপজেলার বংশাই নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায,রবিবার (০৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মানিকপুর আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন বংশাই নদীতে গোসল করতে নামে আবদুল্লাহ(২৩) এবং ফারুক(২৪)।কিন্তু হঠাৎই তারা নিখোঁজ হয়ে যায়।খবর পেয়ে স্থানীয়না উদ্ধার কার্যক্রম চালিয়ে খুজে না পেয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস কে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে আবদুল্লাহ নামের এক যুবকের লাশ উদ্ধার করে।

অপরদিকে ফারুক(২৪) কে এখনো খুঁজে পাওয়া যায়নি।নিখোঁজ অপরজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, ‘দুই যুবক মিলে দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা দুইজন পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে বিকেলে একজনের মৃতদেহ উদ্ধার করে। এরপর পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়। অপরজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা