৭ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় প্রয়াত মুক্তিযোদ্ধা ডা. খোরশেদ আলম সরকারকে রাস্টীয় মর্যাদা প্রদান করেন উপজেলা প্রশাসন পরে ৩ য় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। ডা.খোরশেদ আলম আজ সকাল ১১. ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রথমে মরহুমের ঢাকার মহল্লার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা উপজেলার মানিকার চর স্কুল মাঠে রাস্ট্রীয় মর্যাদা ও জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,ইউপি চেয়ারম্যান বৃন্দ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে তার মরদেহ গ্রামের বাড়ি জলার পাড় নোয়াগাও গ্রামে নেওয়া হয় এবং গ্রামবাসী ৩ য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।