January 15, 2025, 1:06 pm

বাকেরগঞ্জে জাহিদ হোসেনকে ভাপ্রাপ্ত চেয়ারম্যানের সুপারিশ

৯ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বাকেরগঞ্জ সংবাদদাতা :
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠি ইউনিয়ন পরিষদের ২ নং প্যানেল চেয়ারম্যান জাহিদ হোসেন হাওলাদারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করার জন্য উক্ত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বরাবর সুপারিশ করে আবেদন পাঠিয়েছেন। সুপারিশ পত্রে বলা হয় কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত ২৩-০৩-২০২০ ইং তারিখ মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ১ নং প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী জোমাদ্দার কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করেন। কিন্তু করোনা ভাইরাসের মানবিক সহায়তার আওতায় ইউনিয়নের বিভিন্ন ত্রাণ সহায়তার বরাদ্দ সম্পর্কে সদস্যদের সাথে কোন আলোচনা না করেই তা বিতরণ এবং ইউনিয়নে কি পরিমাণে বরাদ্দ পাওয়া গিয়েছে তা কাউকে অবহিত না করা এবং এলাকার জনসাধারণের সাথে আশালীন, খারাপ ভাষা ও কথাবার্তা ব্যবহার করে থাকেন। অন্যান্য প্যানেল সদস্যরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ( ইয়াকুব আলী জোমাদ্দার‌্য) এর সাথে কাজ করতে অনীহা প্রকাশ করেন।

এমতাবস্থায় ইউনিয়ন পরিষদের আইন ২০০৯ এর ৩৩ (৪) ধারা অনুযায়ী অযোগ্য হলে পরিষদের সিদ্ধান্তক্রমে নতুন প্যানেল তৈরী করবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গত ১৮-০৫-২০২০ ইং তারিখে স্বাক্ষরিত একটি প্রতিবেদন জেলা প্রশাসক বরিশালকে প্রেরণ করিয়াছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা