৯ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
বকেয়া বেতন-ভাতার দাবিতে ও ছাটাইয়ের প্রতিবাদে রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
মঙ্গলবাল বেলা ১১ টার দিকে আজমপুর এলাকায় ভার্সেটাল গার্মেন্টের শ্রমিকরা
এ বিক্ষোভ করে।
ভার্সেটাল গার্মেন্ট কারখার অপারেটর মজনু গণমাধ্যমকে জানান, পূর্ব ঘোষণা এবং বকেয়া বেতন পরিশোধ না করেই ১২০০ শ্রমিকের মধ্যে ৩০০ ছাঁটাই করেছে। তাই আমরা বাধ্য হয়ে পুনঃনিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছি।
এ বিষয়ে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শচীন মৌলিক জানান, শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশের তরফ থেকে মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।