December 22, 2024, 8:03 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

এবার প্রবৃদ্ধি হবে ১.৬ শতাংশ, আগামী বছরে ১ শতাংশ: বিশ্বব্যাংকের পূর্বাভাস

৯ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
 
চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

গতকাল সোমবার রাতে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২০ প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯-সংশ্লিষ্ট কারণে শিল্প খাতের উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ায় এবং রেমিটেন্স কমে যাওয়ায় চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। এ ছাড়া আগামী ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আরো কমে ১ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের কারণে দেশের শিল্পপণ্য উৎপাদন ব্যাহত হয়েছে। এতে রপ্তানির পরিমাণ কমে গেছে। এ ছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবেরকালে প্রবাসী আয়ও নিম্নগামী হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য ভোগ ও উৎপাদন অত্যন্ত কমে গেছে এবং এ অঞ্চলের পর্যটন ও অন্যান্য শিল্প খাত চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, করোনায় লকডাউনের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যক্তিপর্যায়ের ভোগ খুব কম হয়েছে। করোনায় বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত পোশাকশিল্পে বিক্রি ও উৎপাদন ব্যাহত হয়েছে।

এ ছাড়া প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দারিদ্র্য বাড়বে বলেও আশঙ্কা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা