May 25, 2025, 7:01 pm
সর্বশেষ:
মেঘনা বিএনপি পূর্বের তুলনায় বেশি সু সংগঠিত হওয়ার পূর্বাভাস মেঘনায় জেগেছে ছাত্রদল ৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় জানালেন প্রশাসন

১১ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসীন ভুইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মুটামুটি ভালো আছে জানালেন প্রশাসন।  উপজেলা চেয়ারম্যান, ওসি, ইউএনও এ তথ্য জানান। করোনাভাইরাসে  বৈশ্বিক  পরিস্থিতি বেসামাল   হওয়ার  পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি ও বেসামাল হয়ে পড়েছে। ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন কর্মসূচি, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সহ হোমকোয়ারেন্টাইন এ থাকা থেকে শুরু করে মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পরলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ও যথেষ্ট অবনতি লক্ষ করা গেছে মেঘনা উপজেলায়। উপজেলার আমিরাবাদ গ্রামে ধানকাটাকে কেন্দ্র করে রিতা হত্যা করা, বড় সাপমারা গ্রামের ৮ বছরের শিশু তাবাসসুম কে গুম করে ধর্ষণ করে হত্যা করা হয় যা সারাদেশে আলোচিত হয়। এ ছাড়া বিনোদন পুর গ্রামে চোর আটক, রামপ্রসাদের চর গ্রামে ঘর বাড়ি ভাংচুর, টিটির চর গ্রামে মারামারি, চরকাঠালিয়া গ্রামে মারামারি সহ আলোচিত মাদকের চালান আটক সহ মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি সহ পারিবারিক, গোত্রে গোত্রে মারামারির একাধিক ঘটনা ঘটে। এ বিষয়ে মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে দুটি হত্যা কান্ড ছাড়া তেমন বড় ধরনের কিছু ঘটেনি তবে মানুষ করোনায় অলস থাকার কারনে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক জায়গায় মারামারির ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী তা সহনীয় পর্যায়ে নিয়ে আসছে। মাদকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আলোচিত  মাদকের একটি চালান ধরা পড়েছে    আর মাদক ব্যবসায়ীদের তৎপরতা      কিছুটা অন্য সময়ের তুলনায় বৃদ্ধি পেলেও পুলিশ প্রশাসন মুটামুটি নিয়ন্ত্রন করেছে। অনেককে গ্রেফতার ও করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের নিকট আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি ও প্রায় একই কথা বলেন দুটি হত্যাকাণ্ড ছাড়া তেমন একটা খারাপ ছিলোনা তবে আমি এখানে এসে যা দেখেছি এলাকার মানুষের মধ্যে আইন মানার প্রবণতা খুব কম। আমি বলে আসি মাস্ক পড়েন দেখা মাত্র মুখে মাস্ক ব্যবহার করে আবার চলে আসলে মাস্ক খুলে অবাধে চলাফেরা করে। সর্বপুরী বলা চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি মুটামুটি ভালো আছে। এ দিকে মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ এ বিষয়ে বলেন করোনাকালীন সারা বাংলাদেশে কিছুটা খুন খারাপী বেড়েছে। পারিবারিক কলহের জেরে, আধিপত্য বিস্তার নিয়ে কিছু সহিংসতা ঘটলেও আমরা যথা সম্ভব সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চালিয়েছি। মাদক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন মাদকের অভিযান বরাবরের মতোই অব্যাহত রয়েছে আমরা অনেককে গ্রেফতার করে মামলা দিয়েছি ভবিষ্যতে ও এ অভিযান অব্যাহত থাকবে। তবে সচেতন মহলের সাথে আলোচনা করলে জানায় হত্যাকান্ড  সহ মাদকের চালান নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, প্রশাসনের কে আরও নজরদারি বাড়াতে অনুরোধ করছি।                                                                                                                                                                                                            


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা