১৩ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসীন ভুইয়া : আজ কুমিল্লার মেঘনা উপজেলায় করোনা ভাইরাসে পুলিশের এ এস আই শাহাদাত হোসেন (৫৬)আক্রান্ত হয়েছেন। কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।তিনি মেঘনা থানায় কর্মরত। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। এ নিয়ে মেঘনা থানায় মোট দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত । বর্তমানে মেঘনা থানার করোনা আইশোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন তিনি ৪ -৫ দিন যাবত জ্বর – কাশি, তে ভুগছিলেন আজ তার রিপোর্ট পজেটিভ আসছে জ্বর আপাতত নেই কিন্তু তিনি কোন স্বাদ গন্ধ অনুভব করতে পারছেননা। চিকিৎসকএর পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তবে কোন শাষকস্ট হচ্ছেনা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।