১৩ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট
: দিনের পর দিন হেলে পড়ে আছে পল্লী বিদ্যুতের অর্ধ কাজ করে রেখে যাওয়া বৈদ্যুতিক খুঁটি গুলো। বৃষ্টির পানির স্রোত খুঁটির গোড়ায় গিয়ে, রেখে যাওয়া খুঁটিগুলো আগের অবস্থানে নেই। অনেক খুঁটিতে কোন টানা বা বাঁধও নেই। তাই এগুলো যেকোন সময় ধসে পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। এ যেন এক একটা খুঁটি, এক একটা মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে । গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের সরকার মোহাম্মদ আলী সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে এসব খুঁটিগুলো দিনের পর দিন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যা দেখার যেন কেউ নেই। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে অর্ধ কাজ করে রেখে যাওয়া, পল্লী বিদ্যুতের খুঁটিগুলোর যথাযথ ব্যবস্থা নেয়া হোক।
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর অধিনে গজারিয়া জোনের ডিজিএম মোহাম্মদ ইমরান গনি বলেছেন, করোনা ভাইরাসের কারণে কাজ স্থগিত আছে, তবে ইনফর্মেশন যখন পেয়েছে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।