১৪ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি.কম,
মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জোলা প্রতিনিধিঃ আজ ঠাকুরগাঁও সদরে দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬১ জন। আক্রান্ত ব্যাক্তিরা হলেন সদরের হঠাৎপাড়া ও তেলিপাড়ায় দুইজন। রোববার রাতে জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ নতুন করে জেলায় ২জন আক্রান্ত হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনায় এ জেলায় মারা গেছে দু’জন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।