January 15, 2025, 3:45 pm

বাসাইলে ফুফু শাশুড়ী ও শ্যালক কে কোপালেন জামাই।

১৬ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সোহানুর রহমান সোহান : বাসাইল উপজেলায় ফুফু শাশুড়ী ও শ্যালক কে চাপাতি ও লাঠিসোঁটা দিয়ে গুরুতর আহত করেন। আহতরা হলেন কাউলজানী গ্রামের শাহীন মিয়ার সহধর্মিণী হেনা বেগম ও ছেলে এনামুল হক হাদী। গত রাত ৯ টার দিকে এ হানলা চালায়। এলাকাবাসী জানান আপন বড় ভাই ছানা মিয়ার মেয়ের জামাই সুমন খান এবং তার ছোট ভাই সবুজ খান মিলে চাপাতি সহ দেশীয় লাঠিসোঁটা দিয়ে পূর্বসত্রুতার জের ধরে ঘরে প্রবেশ করে সুমন খান, সবুজ খান,মিলে আসবাবপত্র ভাংচুর করে এবং হেনা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে ও হাদীকে পিটিয়ে মারাত্মক আহত করে। ঘটনার বিষয়ে বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হারুনর রশীদ জানায়,দুই পক্ষের মারামারির ঘটনায় আহত হেনা সদর হাসপাতালে ভর্তি আছে এবং পুরো বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা