May 25, 2025, 9:20 pm
সর্বশেষ:
মেঘনা বিএনপি পূর্বের তুলনায় বেশি সু সংগঠিত হওয়ার পূর্বাভাস মেঘনায় জেগেছে ছাত্রদল ৭ মাস বাসায় আটকে রেখে ধর্ষণ অভিযোগে সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র কমিটি পুনর্গঠন: সভাপতি রিয়াজ, সম্পাদক নিজাম এখন আমরা বাঘের মুখে পড়েছি: মির্জা আব্বাস ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ :কমিশনের সুপারিশে গণমাধ্যমে বেশ কিছু সংস্কার উদ্যোগ: তথ্য উপদেষ্টা মেঘনায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী সৈকত গ্রেফতার কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ইশরাককে মেয়র পদে বসাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হোমনায় ১২ দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

১৬ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় প্রেমের কারনে যুবককে খনকরা নির্মানাধীন ৪ তলা ভবনের মেজেতে মাটির নীচে পুতে রাখে খুনিরা। আজ মঙ্গলবার(১৬ জুন) সন্ধ্যা ৭ টায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল মো.ফজলুল করিমের নেতৃত্বে দুলালপুর আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন চারতলা ভবনের নীচ তলার একটি কক্ষের মাটির নীচ থেকে জবাই করা বস্তাবন্ধি লাশ উদ্ধার করা হয়েছে। খুনির স্বীকারোক্তিতে এ লাশ উদ্ধার করা হয়। তবে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। পুলিশ বিদ্যালয়ের নৈশ প্রহরী খুনির মামা জসিম মিয়া ওরফে জসু কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগের তীর ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের দিকেও। জানাগেছে,উক্ত বিদ্যালয়ে ফ্যাসিলেটিজ বিভাগের ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভবন নির্মানের কাজ চলছে। এলাকাবাসির অভিযোগ বিদ্যালয়ে ঠিকাদারের লোকজন সব সময় অবস্থান করার পর কিভাবে খুনিরা এ ধরনের জগন্যতম ঘটনা ঘটাতে পারে। তাদেরকে ও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানান তারা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, দুলালপুর ইউনিয়নের রাজনগর গ্রামের মুকবল মিয়ার ছেলে ফয়সাল (১৮) এর সাথে একই গ্রামের ফুল মিয়ার মেয়ে মেহেদী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল । ফয়সাল ঢাকায় একটি কোম্পানিতে চাকুরী কররে । প্রমের টানে প্রায়ই সে বাড়ি চলে আছে । যা মেয়ের পরিবার মেনে নিতে পারে নাই । এ নিয়ে দুই পরিবারের মাঝে মনমালিন্য চলে আসছে । গত শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেছিল ফয়সাল । কে বা কাহারা ফয়সালকে মোবাইলে ডেকে নেয়। এর পর থেকে সে নিখোঁজ হয়।
হোমনা-মেঘনা অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম বলেন, থানায় নিখোঁজ ডায়েরী করার পর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রহস্য উদঘাটনে কার্যক্রম চালিয়ে যায় । পরবর্তীতে ফুল মিয়ার মেয়ে মেহেদী আক্তার ও স্ত্রী লাইলী আক্তার নদীতে রক্ত মাখা পলিথিন ধোয়ার সূত্র ধরে তাদের কে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করি । পরবর্তীতে শামীম ওরফে বাবু নামের মেয়ের ভাইকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাকে জিজ্ঞাবাদের পর হত্যার রহস্য উদঘাটিত হয় । তার দেখানো মতে বিদ্যালয়ের মেজে থেকে বস্তাবন্দী এ লাশ উদ্ধার করা হয়েছে । আগামী কাল লাশ ময়নাতদন্তরে জন্য কুমেক হাপাতালে প্রেরণ করা হবে ।
এ ঘটনায় বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জসিম মিয়া জসু কে আটক করা হয়েছে । জসু মিয়া ফুল মিয়ার শ্যালক । তিনি বলেন,প্রেম ঘটিত বিষয়ে পুর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হয়েছে বলে শামীম পুলিশের নিকট স্বীকার করেছে ।
ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর বলেন ,ফুল মিয়া পাশ্ববর্তী বাঞছারামপুর উপজেলার পাইকারচর গ্রাম থেকে এসে এখানে বসবাস করছে । সে এবং তার শ্যালক একাধিক হত্যা মামলার আসামী । সে পেশায় একজন কসাই ।
লাশ উদ্ধারের সময় পুলিশ পরিদর্শক (ডিবি)ইফতিয়ার হোসেন, ওসি মো. আবুল কাযেস আকন্দ, ওসি (তদন্ত) আমিনুর রসুল, সহকারী পুলিশ পরিদর্শক (ডিবি) পরিমল চন্দ্র দাস পিপিএম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা