২১ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আলমগীর সরকার : কুমিল্লার তিতাস উপজেলায় ছাত্রলীগের সহ-সভাপতি পাভেল মাহমুদ এবং বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল ভুঁইয়া ও তোফাজ্জল হোসেন নবীর নিজস্ব অর্থায়নে মনাইরকান্দি পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে গাজীপুর টু মনাইরকান্দি রাস্তার বিরামকান্দি প্রাইমারী স্কুল পর্যন্ত ভেঙ্গে যাওয়া রাস্তার সংস্কার কাজ করা হয়।
কয়েকদিনের ভারী বর্ষণে উক্ত সড়কের অনেকাংশে ভেঙ্গে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। এত করে ছোট ছোট যান চলাচলের বেগাত ঘটে এবং এলাকাবাসী চরম দুর্ভোগে পরে।
তাই এলাকাবাসীর দুর্ভোগ লাগবে ছাত্রলীগ পাভেল মাহমুদ এলাকার ভিত্তবানদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেন এবং সড়কটির সংস্কার কাজ সম্পূর্ণ করেন। তাদের এই মহত উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
ছাত্রলীগ নেতা পাভেল মাহমুদ ও নাজমূল ভূইয়া এবং তোফাজ্জল হোসেন নবীর এলকারবাসীর দোয়া কামনা করেছেন এবং সমাজের সকল কাজে যাতে নিজেদের নিয়োজিত রেখে সর্বস্তরের মানুষের পাশে থাকতে পারেন এই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এ সময় সংস্কার কাজে সহযোগিতা করেছেন সজিব, সুমন, মেহদি, রাহীম, রোহান, হিরো, নাজমুল, বাবু, রিফাত ও রাসেল।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।