July 25, 2025, 3:44 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

টাংগাইলের মির্জাপুরে ব্রীজ ভেঙে পড়েছে;দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী

২২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, প্রতিনিধি, টাংগাইলঃ
টাঙ্গাইলে মির্জাপুর থানা বাঁশতৈল ইউনিয়ন দিয়ে যাতায়াত করে প্রায় ৬০ টি গ্রামের কয়েক হাজার মানুষ।

গতকাল রাতে হঠাৎই ব্রীজ টি ভেঙে পড়ে।এতে যাতায়াত বাধাগ্রস্থ হয় হয় অসংখ্য যানবাহন। ফলে জনদূর্ভোগ পোহাচ্ছে স্থানীয় এলাকাবাসী এবং আশেপাশের বেশ কিছু গ্রামের বাসিন্দারা।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম জানায়,বেশ কিছু দিন যাবৎ ব্রীজ টি ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো।হঠাৎ কাল গতকাল রাতে ব্রীজ টি ভেঙে পড়ায় অসংখ্য যানবাহন আটকে পড়ে।এবং তিনি জানায় এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য কে অবগত করা হয়েছে এবং অচিরেই মানুষের চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করে হবে বলে তিনি আসসস্থ করেন।

এছাড়া বাঁশতৈল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মিলটন ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন অচিরেই বিকল্প একটা ব্যবস্থা গ্রহণ করা হবে

এই ব্রীজ স্থানীয় বাসিন্দারা তাদের কষ্ট নিরসনে অতিদ্রুত ব্রীজটির মেরামত কাজ করার জন্য অনুরোধ জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা