২২ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলার প্রবাসীর স্ত্রী হাবিবা বেগম( ২২ ] দাউদকান্দি উপজেলা থেকে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেঘনা থানায় গতকাল একটি সাধারণ ডায়েরি করা হয়। মেঘনা উপজেলার সেননগর গ্রামের প্রবাসী মো: ইব্রাহিম মিয়ার স্ত্রী হাবিবা বেগম (২২) বাপের বাড়ি একই উপজেলার চর বিনোদপুর গ্রাম থেকে গত ২০ জুন দাউদকান্দি বাজারে ছোট ভাই বিল্লাল হোসেন কে নিয়ে মার্কেট করতে যায়। হাবিবার বাবা কাদির বেপারী ও বিল্লাল হোসেন জানায় দাউদকান্দি বাজারে আমি আগে হাঠতে ছিলাম আর হাবিবা আপা পিছনে পিছনে হাটছিলেন কেরোসিন ঘাট রাস্তার নিকট এসে পিছনে ফিরে দেখি হাবিবা আপা নেই।অনেক খোজাখুজি করে কোন সন্ধান পাইনি। হাবিবা এক সন্তানের জননী। এ দিকে হাবিবার বাবা মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাস সাথে দেওয়া হলো :
এ বি একটি হারানো বিজ্ঞপ্তি।২০/০৬/২০২০ দুপুর (১২) সময় দাউদকান্দি থেকে মোসাম্মৎ হাবিবা আক্তার (২২) হারানো গিয়েছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন দয়া করে নিচের ঠিকানায় যোগাযোগ করবেন।
গ্রাম: চর বিনোদপুর
থানা: মেঘনা
জেলা: কুমিল্লা
মোবাইল নাম্বার: ০১৬২২৭৭৭৮৫৮,০১৭৫৪৭৬৪২১৪
দয়া করে সবাই শেয়ার করুন,
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।