২৫ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
করোনা ভাইরাসের সংক্রমণ, কিডনি সহ নানাহ শারীরিক অসুস্থতায় না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা হাসান জামিল সাত্তার।
২৫ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচ টায় তিনি রাজধানীর ইউনাইটেড হসপিটালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রকৃত জনদরদী, সাদা মনের মানুষ, দান বীর হাসান জামিল সাত্তারের মৃত্যুতে বৃহত্তর দাউদকান্দি বাসী একজন অভিভাবককে হারালেন।
আগামীকাল শুক্রবার হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ মাঠে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন করার কথা রয়েছে।
তার মৃত্যুতে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর খান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
সূচনা টিভি
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।