২৮ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধি ঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু সংখ্যা দুই, মোট আক্রান্ত হয়েছে ২০২ জন। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তাসলিমা আনাম জানান গত ২৭ জুন পর্যন্ত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ (দশ) জন নিয়ে গজারিয়ায় মোট আক্রান্ত হয়েছে ২০২ জন। গত ২৭ জুন রাতে ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় রফিকউল্লাহ করোনা রোগীর মৃত্যু হয়েছে। রফিকউল্লাহ (৬৫) উপজেলার ইমামপুর ইউনিয়ন মাথা ভাঙ্গা গ্রামের নিবাসী। গজারিয়ায় করোনা আক্রান্ত রোগী মৃত্যু সংখ্যা দুই। মোট সুস্থ্য হয়েছে ৭৮ (আটাত্তর) জন ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।